জাতীয় পার্টি নিষিদ্ধ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার কাছে মতামত জানিয়েছেন বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধিদল। এনসিপি সরকারকে জাপার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করতে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছে। জামায়াত বলেছে, আওয়ামী লীগের মতোই জাতীয় পার্টির বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তবে বিএনপি জানিয়েছে, এই বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি। বৈঠকের পর প্রেসসচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর মতামত শুনেছেন।