২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা জানালেও, নির্ধারিত সময়ে ভোট হবে কি না—তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (২৪ আগস্ট) মালয়েশিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে বলে মনে হচ্ছে না। ৭২-এর সংবিধান সংশোধন না করে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য নয়।”
তিনি জানান, “জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে গণপরিষদ নির্বাচনে অংশ নিতে চাই। সংস্কার করে ডিসেম্বরেও যদি নির্বাচন হয়, তাতেও আমাদের আপত্তি নেই।”
বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে তিনি বলেন, “আমাদের বিএনপির সঙ্গে আসন নিয়ে কোনো আলোচনা হয়নি। এটা গালগল্প। নির্বাচনে অংশ নেব কি না, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো—সংবিধান সংস্কারের মাধ্যমে সঠিক প্রক্রিয়ায় নির্বাচনের তারিখ নির্ধারণ।”