বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপির উদ্যোগে নেতা-কর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে জেলা বিএনপি কার্যালয় (লালদিঘি পাড়) প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু।
অধ্যাপক নার্গিস বেগম তার বক্তব্যে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেবল স্বাধীনতার ঘোষকই নন, তিনি অস্ত্র হাতে যুদ্ধে অংশ নিয়েছেন এবং দেশকে নেতৃত্ব দিয়েছেন সংকটকালে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশ যখন চরম অরাজকতায় নিমজ্জিত, তখন জনগণের আস্থাই তাকে নেতৃত্বে আনে। তার হাত ধরেই দেশে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ আন্দোলনের সূচনা হয়।”
অনুষ্ঠানে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের নেতা-কর্মীদের মাঝে মোট ১,৭৫০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।
বক্তব্যের শেষাংশে নার্গিস বেগম বলেন, “বৃক্ষরোপণের মাধ্যমে শুধু পরিবেশ রক্ষা নয়, বরং শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দেশের প্রতি তার অবদানের কথাও নতুন প্রজন্মকে স্মরণ করিয়ে দেওয়া যায়।”