সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে জামায়াত ও এনসিপি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার প্রস্তাব দিলেও বিএনপি তাতে সায় দেয়নি।
তার প্রশ্ন—জাতীয় পার্টি নিষিদ্ধ হলে জামায়াত ও এনসিপির লাভ কী, আর বিএনপিরই বা ক্ষতি কোথায়?
তিনি বলেন, জামায়াত ও এনসিপির মূল লক্ষ্য নির্বাচন নয়, তারা কাঠামোগত সংস্কার, সংবিধান সংশোধন ও ‘জুলাই সনদ’ নিয়ে ব্যস্ত। অন্যদিকে, বিএনপি চায় নির্বাচনের মাধ্যমে একটি সংসদ গঠনের পর এসব বিষয়ে কাজ করতে।
জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার প্রস্তাবকে তিনি বিস্ময়কর উল্লেখ করে বলেন, দলটি বর্তমানে ক্ষমতায় নেই এবং বড় কোনো অপরাধেও অভিযুক্ত নয়। তবুও কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে, তা প্রশ্নবোধক।
মোস্তফা ফিরোজ বলেন, বিএনপি আওয়ামী লীগ বা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চায় না, কারণ তারা জানে, আন্তর্জাতিক মানদণ্ড ও সংবিধান অনুযায়ী সবার অংশগ্রহণে হওয়া নির্বাচনই গ্রহণযোগ্য।