প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন জানিয়েছেন, নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়, তবে তা কমানোর চেষ্টা করা হবে।
সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সিইসি জানান, রাষ্ট্রদূত নির্বাচন পরিস্থিতি জানতে এসেছেন। তিনি বলেন, "আগামী রমজানের আগেই নির্বাচন হতে পারে। আমরা প্রস্তুতি শুরু করেছি। নির্বাচন কমিশন প্রস্তুত নয়— এমন অভিযোগ নিতে চাই না। সরকার যখন চাইবে, তখনই আমরা প্রস্তুত থাকব।"
তিনি আরও জানান, নির্বাচন সুষ্ঠু করতে সরকারের সহযোগিতা চাই। গোয়েন্দা সংস্থাগুলোকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাচনে সহিংসতা বা "মব জাস্টিস" প্রসঙ্গে তিনি বলেন, "নির্বাচনের সময় এমন পরিস্থিতি মেনে নেওয়া হবে না।"
সিইসি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সবার অংশগ্রহণে করতে চান তারা। শুনানিতে হাতাহাতির ঘটনায় আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে।
বৈঠকে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস স্টুয়ার্ট ও রাজনৈতিক বিশ্লেষক ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।