জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালকে ১ কোটি টাকার অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে চেক হস্তান্তর করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
অনুষ্ঠানে সেলিম উদ্দিন বলেন, মানুষের কল্যাণই জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যেই দলটি কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. এস এম খালিদুজ্জামান, হাসপাতালের পরিচালক ডা. শাহজাহান কবিরসহ চিকিৎসক ও জামায়াত নেতারা।
সেলিম উদ্দিন বলেন, “জামায়াত একটি গণমুখী ও কল্যাণকামী দল। এই অনুদান তারই ধারাবাহিকতা। ইসলামী আদর্শে সমাজ গঠনে আমরা কাজ করছি এবং মানুষকে কুরআন-হাদিস ভিত্তিক জীবনযাপনে উদ্বুদ্ধ করছি।”
তিনি আরও বলেন, “আমরা কারও জান্নাতের টিকিট বিক্রি করি না, বরং মানুষকে সৎ পথে চলার আহ্বান জানাই। জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র নতুন নয়—এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”