গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
নুরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গত শুক্রবার রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে পুলিশ লাঠিচার্জ করলে নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অনেকে আহত হন।
এদিকে, শনিবার রাতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমান। হামলায় তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। তাকে তাৎক্ষণিকভাবে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে তিনিও হাসপাতালে গিয়ে লুৎফর রহমানের অবস্থাও দেখতে যান।