Skip to Content

‘অদৃশ্য শক্তি’ নির্বাচন বানচালের চক্রান্ত করছে : গয়েশ্বর

September 2, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan

‘অদৃশ্য শক্তি’ দেশের নির্বাচন বানচালের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মানিকনগরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

গয়েশ্বর বলেন, "জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। দেশের গণতন্ত্র হুমকির মুখে। এ অবস্থায় জনগণকে সতর্ক হয়ে ভোট ও গণতন্ত্রবিরোধী শক্তিকে রুখে দিতে হবে।"

বর্তমানে বিএনপি ক্ষমতার বাইরে উল্লেখ করে তিনি বলেন, দলটি সরকার গঠন করলে জনগণের বিভিন্ন শ্রেণি-পেশার যৌক্তিক দাবি বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

গত ১৭ বছরের রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে গয়েশ্বর বলেন, "এই সময়ে দেশে খাল কেটে আওয়ামী লীগ নামে একটি কুমির আনা হয়েছিল। কিন্তু বিএনপি ক্ষমতায় গেলে সে খালে কুমির নয়, বরং স্বচ্ছ পানি প্রবাহ নিশ্চিত করা হবে।"

এদিকে একই দিনে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, "নুরকে যে আঘাত করা হয়েছে, তা স্পষ্টতই তাকে হত্যার উদ্দেশ্যে করা হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত রয়েছে, এমনকি মস্তিষ্কে রক্তক্ষরণও হয়েছে। এখনো তিনি সংকটজনক অবস্থায় আছেন।"

চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি আরও জানান, চিকিৎসায় কোনো ঘাটতি রাখা হয়নি। তবে নুর এখনও স্বাভাবিকভাবে খেতে পারছেন না, তাকে পাইপের মাধ্যমে তরল খাবার দিতে হচ্ছে। বিশ্রামের পর তার শারীরিক অবস্থা পুনর্মূল্যায়নের জন্য দেশের বাইরে উন্নত চিকিৎসা প্রয়োজন।

মির্জা ফখরুল বলেন, "অভ্যুত্থানের পরেও যদি আইনশৃঙ্খলা বাহিনী বিরোধী দলের নেতাদের ওপর এই ধরনের হামলা চালায়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে?"

তিনি জোর দিয়ে বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশে যে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, তা দ্রুত শেষ করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নুরকে দ্রুত দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো জরুরি।

Editorialnews24 September 2, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages