গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর সরাসরি সম্পৃক্ততার অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ছাত্রদল আয়োজিত বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচন বানচাল ও অস্থিরতা তৈরির লক্ষ্যে জামায়াত পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা ছড়াচ্ছে।
তিনি আরও দাবি করেন, ডাকসু নির্বাচন নিয়ে রিট করা এক নারী শিক্ষার্থীকে হুমকি, রাবি ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং দেশের বিভিন্ন স্থানে নারী শিক্ষার্থীদের সাইবার বুলিংয়ের পেছনেও জামায়াত ও তাদের ছাত্রসংগঠন জড়িত।
রাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন শিবিরকে জেতানোর জন্য কাজ করছে, তবে রগ কাটার মতো ইতিহাস আর ফিরে আসতে দেওয়া হবে না।
কর্মসূচিতে রাবি ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।