প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও "শয়তানি" ছাড়েননি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার উত্তরা ১৫ নম্বর সেক্টরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের পরিচ্ছন্নতা কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আল্লাহর রহমতে ও ছাত্রদের বিপ্লবের মাধ্যমে আমরা হাসিনার হাত থেকে মুক্ত হয়েছি। তবে তিনি ভারতে গিয়ে আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। ছাত্রলীগ-যুবলীগকে উসকে দিয়ে সহিংসতা করাচ্ছেন।”
তিনি আরও বলেন, “নুরুল হক নুর ও খন্দকার লুৎফর রহমানের ওপর হামলা হয়েছে। ভবিষ্যতে কেউ হামলা করলে তাদের হাত ভেঙে দিতে হবে।”
স্বাধীনতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এই দেশ কোনো দয়ায় নয়, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত। তাই শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হবে।”
অনুষ্ঠানে বিএনপি নেতারা আরও উপস্থিত ছিলেন।