ঢাবির ডাকসু ভিপি প্রার্থী ও ইসলামী ছাত্রশিবির সমর্থিত সাদিক কায়েম দাবি করেছেন, গণধর্ষণের হুমকিদাতা ব্যক্তি শিবিরের কেউ নন। শিবিরের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “প্রশাসন শুরু থেকেই সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, ফলে এটি বাড়ছে। এক ধরনের ব্লেমিং রাজনীতি চলছে।”
তিনি আরও বলেন, “বিকৃত মস্তিষ্কের কিছু শিক্ষার্থী এ কাজ করছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”