ফ্যাসিবাদে সহায়তার অভিযোগ তুলে জাতীয় পার্টির বিচার দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, “শেখ হাসিনার ফ্যাসিবাদ কায়েমে জাতীয় পার্টি সক্রিয়ভাবে সহায়তা করেছে। যারা ফ্যাসিবাদকে সহায়তা করে, তাদের রক্ষা করা বিএনপির কাজ নয়।”
তিনি আরও বলেন, “জাতীয় পার্টির কার্যক্রমে বোঝা যায়, এটি বাংলাদেশের দল না ভারতের। এই দল বিএনপির বহু নেতাকর্মী গুম ও নির্যাতনে সহযোগী ছিল। ফ্যাসিবাদের দোসরদের বিচার করতে হবে।”