জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রহিমের একটি আপত্তিকর ভিডিও ফাঁস হওয়ার পর মাদারীপুরে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।
৪৯ সেকেন্ডের ওই ভিডিওতে এক নারীর সঙ্গে রেস্টুরেন্টে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় রহিমকে। শুরুতে তিনি দাবি করেন, ওই নারী তার স্ত্রী। তবে পরে স্বীকার করেন, তা সত্য নয় এবং ভুল হয়েছে বলে জানান।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এনসিপির নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। জেলা কমিটি কেন্দ্রীয় কমিটিকে মৌখিকভাবে বিষয়টি জানালেও এখনো কোনো সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা সদস্য সচিব মাসুব বিল্লাহ বলেন, “একদিকে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের বিষয়টি হতাশাজনক, আবার অন্যদিকে দায়িত্বশীল কারো এমন আচরণও অগ্রহণযোগ্য।”
তবে এনসিপির জেলা নেতাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।