নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই সাক্ষাৎ হয়।
রুমিন জানান, তার মায়ের ভোটার এলাকা ঢাকায় ছিল, এবার তা পরিবর্তন করে ব্রাহ্মণবাড়িয়ায় নেওয়া হয়েছে। তবে আলোচনায় অন্য কোনো বিষয় ছিল কি না, তা পরিষ্কার হয়নি।
সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানিতে রুমিন ও এনসিপি নেতাদের মধ্যে মারামারির ঘটনায় নির্বাচন কমিশন থানায় জিডি করেছিল। বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে কি না জানতে চাইলে রুমিন বলেন, ‘ধরে নিন আলোচনা হয়েছে, এতে সমস্যা নেই। মামলা-জিডি নিয়ে আমি ভয় পাই না।’