আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত গ্রহণে দৃঢ়তা ও সমন্বয়ের অভাব থাকায় নির্বাচনের শঙ্কা দূর হচ্ছে না। তিনি প্রধান উপদেষ্টাকে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমিয়ে নির্বাচনের জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
তিনি নুরুল হক নুরের ওপর হামলা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়হীনতাকে দুঃখজনক উল্লেখ করে বলেন, দায়িত্বশীল ও দক্ষ কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ করা উচিত, লটারির মাধ্যমে নয়।
নির্বাচনী সহিংসতা রোধে জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচন সমন্বয় কমিটি গঠন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় বাড়ানোর জন্য প্রধান উপদেষ্টাকে পদক্ষেপ নিতে অনুরোধ জানান এবি পার্টির নেতারা।