আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রবিবার রাতে বরিশাল থেকে তাকে আটক করা হয়। সোমবার সকালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করেছে তদন্তকারী সংস্থা।
রিমান্ড শুনানি এখনো শুরু হয়নি। সিআইডির তদন্ত কর্মকর্তা মালিবাগ থেকে আদালতের উদ্দেশে রওনা হয়েছেন এবং আদালতের সংশ্লিষ্ট শাখায় রিমান্ডের আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, শুনানি দুপুরের মধ্যেই অনুষ্ঠিত হবে।
তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি গণহত্যার মামলায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে। মামলাটি জুলাই-আগস্ট মাসে করা হয়েছে, যেখানে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি হিসেবে তালিকাভুক্ত।
এই মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন—
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (১ নম্বর আসামি),
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (২ নম্বর),
সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন (৩ নম্বর), এবং তৌহিদ আফ্রিদির বাবা নাসিরউদ্দিন সাথী, যিনি মাই টিভির চেয়ারম্যান; তিনিও মামলার আসামি এবং গ্রেপ্তার রয়েছেন।
তৌহিদ আফ্রিদি একজন আলোচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর, যিনি বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে নানা বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় এসেছেন। তার সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও অনেক আলোচনা রয়েছে। আফ্রিদি তাকে ‘চাচা’ বলে সম্বোধন করতেন।
বর্তমানে আদালত প্রাঙ্গণে তাকে আনার প্রক্রিয়া চলছে। কিছুক্ষণের মধ্যেই রিমান্ড শুনানি শুরু হবে বলে আশা করা যাচ্ছে।