নীলফামারীর উত্তরা কৃষি ইপিজেডে যৌথবাহিনীর গুলিতে এক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এনসিপির শ্রমিক উইং।
মঙ্গলবার সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয় রূপায়ন টাওয়ারের সামনে থেকে মিছিল শুরু হয়ে সাকুরা মোড় ঘুরে আবার সেখানে এসে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনে যৌথবাহিনীর গুলি চালানো একটি বর্বরতা, যা দেশের স্বার্থবিরোধী। তারা বলেন, সেনাবাহিনীর একটি অংশ পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।
নেতারা সাত দফা দাবি উত্থাপন করেন, যার মধ্যে রয়েছে—নিহত শ্রমিকের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন, দায়ীদের বিচারের আওতায় আনা, শ্রমিকদের হয়রানি বন্ধ এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘আমার টাকায় গুলি কিনে, আমার বুকে গুলি করে’, ‘নো মোর মিলিটারি, ব্যারাকে যাও তাড়াতাড়ি’ সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।