রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।
দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ডাকাকে কেন্দ্র করে দুপুরে দুপক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ হয়। এতে অন্তত চারজন আহত হন। ঘটনার পর উপজেলা প্রশাসন জরুরি সভা করে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।
গোদাগাড়ী ইউএনও ফয়সাল আহমেদ বলেন, উত্তেজনা এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে জনসাধারণের চলাচলে যেন ভোগান্তি না হয়, তা দেখা হবে।