নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে হাবিবুর রহমান নামে এক তরুণ নিহত ও অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ঘটনার নিন্দা করেন।
তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবিতে গুলি চালানো অনুচিত। দ্রুত হত্যাকারীদের বিচার ও আহতদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি কারখানা চালু করে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের আহ্বান জানান।