বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং জাগপার সভাপতি লুৎফর রহমানের ওপর হামলা প্রমাণ করে শেখ হাসিনা ও তার অনুসারীরা এখনো সক্রিয়ভাবে মাঠে রয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে "দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন" আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর অনেকেই ভেবেছিলেন দেশে স্বৈরাচার পতনের দিকে যাচ্ছে, কিন্তু নুর ও লুৎফরের ওপর হামলা দেখিয়ে দিয়েছে, শাসকগোষ্ঠী এখনো দমন-পীড়নের নীতি থেকে সরে আসেনি। তিনি দাবি করেন, এ হামলা ছিল উদ্দেশ্যপ্রণোদিত এবং হত্যার চেষ্টা হিসেবেই করা হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার গুম, খুন, লুটপাট এবং দমন-পীড়নের রাজনীতি চালিয়ে গেছে। একই সঙ্গে তিনি ভারতের দিকেও আঙুল তোলেন, অভিযোগ করে বলেন—শেখ হাসিনাকে সমর্থন দিয়ে ভারত বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসে ভূমিকা রাখছে।
সমাবেশে সভাপতিত্ব করেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন। আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কৃষক দলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদি এবং জাতীয়তাবাদী চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবির প্রমুখ।