দেশের জনগণ আনুপাতিক ভোট নয়, সরাসরি তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার দোহার উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “এই দেশের মানুষ নিজের ভোট নিজে দিতে চায়, পছন্দের মানুষকে সরাসরি ভোট দিতে চায়। তারা কোনো ভুয়া নির্বাচনের নাটক চায় না।”
এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলকে ভোট দেওয়ার আহ্বান জানান।
পথসভা শেষে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একটি র্যালিতে অংশ নেন। সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ দোহার ও নবাবগঞ্জ উপজেলা বিএনপির নেতারা।
অন্যদিকে, দিনাজপুরের হিলিতে বিএনপির এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “নির্বাচন বানচালের জন্য পার্শ্ববর্তী দেশ থেকে কেউ যেন উসকানি না দিতে পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”
তিনি আরও অভিযোগ করেন, কেউ কেউ পরিকল্পিতভাবে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে।
অনুষ্ঠান শেষে হিলি চারমাথা মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যাতে দলীয় নেতাকর্মীরা অংশ নেন।