নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাকে ঘিরে দেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে, দেশে এমন একটি অদৃশ্য শক্তি সক্রিয় রয়েছে, যা সরকারের চেয়েও বড় হয়ে উঠেছে—এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
বুধবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। এর আগে মঙ্গলবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত নুরুল হক নুরকে দেখতে যান তিনি। সেখানে নুরের খোঁজখবর নেন এবং তার পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
চরমোনাই পীর বলেন, জুলাই অভ্যুত্থান ঘিরে যে রাজনৈতিক উত্তাপ চলছে, তার অন্যতম কেন্দ্রীয় ব্যক্তিত্ব নুরুল হক নুর। তাকে যেভাবে টার্গেট করে হামলা চালানো হয়েছে, তাতে এটি কোনো সাধারণ ঘটনা নয়। এটি পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্যমূলক হামলা বলেই প্রতীয়মান হয়।
তিনি আরও বলেন, হামলার পর সরকারের উপদেষ্টাদের পরস্পরবিরোধী বক্তব্য জনমনে আরও প্রশ্ন তৈরি করেছে। একজন আইন উপদেষ্টা হামলার নিন্দা করলেন, অন্যদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা এটিকে ষড়যন্ত্র বললেন, আর প্রধান উপদেষ্টা নুরকে বিদেশে চিকিৎসার নির্দেশ দিলেন। অথচ প্রশ্ন হচ্ছে, কে এই হামলার নির্দেশ দিল? কেন দিল? এবং তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন?
চরমোনাই পীরের মতে, সরকারের বাইরে এমন এক অদৃশ্য ক্ষমতা সক্রিয় রয়েছে, যারা আসলে রাষ্ট্র চালাচ্ছে—এমনটাই মনে হচ্ছে। অথচ তারা কারা, কীভাবে সিদ্ধান্ত নেয়—তা জাতির অজানা। স্বাধীন-সার্বভৌম একটি রাষ্ট্রে এই ধরনের অবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, জাতি জানতে চায়, সিদ্ধান্ত কোথা থেকে আসে, আদতে কে দেশ চালায়। সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু রাজধানীর মাঝখানে একজন শীর্ষ রাজনৈতিক নেতার নিরাপত্তা নিশ্চিত না হলে—দেশজুড়ে রাজনৈতিক নেতারা কীভাবে নির্বাচনের মাঠে নামবে?
এ সময় ইসলামী আন্দোলনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমানসহ আরও অনেকে। চরমোনাই পীর নুরুল হকের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার ন্যায্য রাজনৈতিক দাবির পক্ষে সমর্থন জানান।