ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউশনে রূপ নিতে পারেনি বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি প্রার্থী ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত মান অর্জনে বাধা হয়ে আছে আবাসন সংকট, লাইব্রেরি সুবিধার অভাব, শিক্ষকদের দুর্বল পাঠদানের দক্ষতা, বৃত্তির ঘাটতি ও গবেষণাবান্ধব পরিবেশের অভাব।
সাদিক কায়েম বলেন, “শিক্ষার্থীদের ম্যান্ডেট পেলে দেশ-বিদেশের নেটওয়ার্ক ও পাবলিক-প্রাইভেট ইনিশিয়েটিভ কাজে লাগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি কার্যকর জ্ঞানচর্চাকেন্দ্রে রূপান্তরের চেষ্টা করব। স্বপ্নের ক্যাম্পাস ও স্বদেশ গড়ার এই পথচলায় আমরা থামব না।”