রাজধানীর পল্টন মোড় অবরোধ করে বিক্ষোভ করছে গণঅধিকার পরিষদ। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে চলা এই কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন—‘ঢাকা ঢাকা’, ‘সংগ্রাম সংগ্রাম’, ও ‘ভিপি নুরের রক্ত বৃথা যেতে দেব না’।
তিন দফা দাবির মধ্যে রয়েছে—সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করা।
সমাবেশে নেতারা অভিযোগ করেন, নুরের ওপর হামলা ছিল পরিকল্পিত হত্যাচেষ্টা। এ ঘটনার দায় স্বরাষ্ট্র উপদেষ্টার ওপর বর্তায় বলে তারা দাবি করেন।