ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান বলেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পরিপূর্ণ আবাসিক ও নিরাপদ ক্যাম্পাসে রূপান্তর করাই আমাদের লক্ষ্য।”
তিনি বলেন, “গণরুম-গেস্টরুমসহ ছাত্রলীগের সময় গড়ে ওঠা সব রাজনৈতিক অপসংস্কৃতি দূর করব। শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা, ভালো ফলাফল ও সুযোগ-সুবিধা নিশ্চিতে কাজ করব।”
এক সাক্ষাৎকারে তিনি জানান, “নিম্ন-মধ্যবিত্ত শিক্ষার্থীদের চাপ কমাতে অন-ক্যাম্পাস চাকরির সুযোগ তৈরি করব। ছেলে-মেয়ে সবাই যেন সমান সুযোগ পায় তা নিশ্চিত করব। বৈষম্য ও অনিরাপত্তা দূর করাই আমাদের অঙ্গীকার।”
আবিদুল বলেন, “ডাকসু নির্বাচনে ছাত্রদল একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল দিয়েছে, যেখানে আদিবাসী, ক্রীড়াবিদ ও শারীরিকভাবে চ্যালেঞ্জড শিক্ষার্থীদেরও প্রতিনিধিত্ব আছে।”
তিনি প্রশাসন ও নির্বাচন কমিশনকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের আহ্বান জানান এবং বলেন, “ডাকসু নির্বাচন কেউ ঠেকাতে পারবে না।”