বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিপ্লবের পর যারা দ্রুত নির্বাচন করতে ব্যর্থ হয়েছে, সেইসব দেশে গৃহযুদ্ধ দেখা দিয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) গুলশানে এক সেমিনারে তিনি বলেন, আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই না করে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে হবে। তা না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।
তিনি বলেন, “একদল মুক্তিযুদ্ধ, আরেক দল চব্বিশ দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায়।”
আমীর খসরু জানান, সরকার ও জনগণের মধ্যে এখন কোনো সেতুবন্ধ নেই, ফলে প্রশাসন, আইন-শৃঙ্খলা এবং অর্থনীতি দুর্বল হয়ে পড়ছে।
নতুন বিনিয়োগ না আসার প্রসঙ্গে তিনি বলেন, বিনিয়োগকারীরা আস্থাহীনতায় ভুগছেন। তবে নির্বাচনের ঘোষণা আসার পর কিছু বিদেশি বিনিয়োগকারী আগ্রহ দেখাতে শুরু করেছেন।