আওয়ামী লীগ ১৬ বছরে জনগণের ভোটাধিকার হরণ করে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (৩ সেপ্টেম্বর) দোহারের কালেমা চত্বরে ঢাকা জেলা বিএনপি আয়োজিত ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি বলেন, “এবার জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে চায়। আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই।”
তিনি বলেন, “বিএনপিকে নিয়ে একটি মহল নির্বাচন বন্ধের ষড়যন্ত্র করছে। তবে দেশে আর বাকশালি কায়দায় নির্বাচন হতে দেওয়া হবে না।”
রিজভী আরও বলেন, “নির্বাচন যত ঘনিয়ে আসছে, দেশি-বিদেশি ষড়যন্ত্র তত বাড়ছে। ভারতের প্রেসক্রিপশন নিয়ে যারা ক্ষমতায় আসতে চায়, জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে।”
তিনি দাবি করেন, “শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। আর আওয়ামী লীগ বারবার গণতন্ত্র হত্যা করেছে।”
সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং সঞ্চালনায় ছিলেন নিপুণ রায় চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. রফিকুল ইসলাম, দেওয়ান সালাহউদ্দিন বাবু, তমিজ উদ্দিন, জুয়েল মোল্লা, আবুল হাসেম বেপারী, খন্দকার আবুল কালাম, মাসুদ পারভেজ প্রমুখ।