আওয়ামী লীগের পুনর্বাসন জাতীয় পার্টির হাত ধরে হতে পারে—এমন আলোচনার মাঝেই বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানা আশঙ্কা প্রকাশ করেছেন, আওয়ামী লীগ জামায়াতের কাঁধেও ভর করতে পারে।
২ সেপ্টেম্বর একটি টেলিভিশন টকশোতে তিনি বলেন, “আপনি কীভাবে নিশ্চিত করবেন যে জামায়াতের হাত ধরে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না? অনেক নেতাকর্মী নিজেদের রক্ষা করতে জামায়াতে যোগ দিয়েছে।”
রুমিন বলেন, “জামায়াতই তো প্রথমে আওয়ামী লীগকে মাফ করার কথা বলেছিল। তাই শুধু জাতীয় পার্টিকে দায়ী না করে জামায়াতের কথাও ভাবা উচিত।”
তিনি আরও মন্তব্য করেন, “জামায়াতের নেতাকর্মীরা এখন রূপ বদলে ফেলেছে। আগে ছিল মুরগির বাচ্চা, এখন হয়ে গেছে হাঁসের বাচ্চা। আওয়ামী লীগ চাইলে তাদের মাধ্যমেও ফিরে আসতে পারে।”