চরমোনাইর পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, দেশের মানুষ আর চাঁদাবাজ, খুনি ও দুর্নীতিবাজদের সংসদে দেখতে চায় না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ইসলামী নীতিভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য কাজ করতে হবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) নরসিংদীর রায়পুরা পৌর মাঠে ইসলামী আন্দোলন আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টির সঙ্গে তাদের শত্রুতা নেই, কিন্তু যারা দেশকে ভারতের অনুসারীতে পরিণত করেছে, তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।
তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির দাবি জানান।
সভায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের মহাসচিব গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান, নায়েবে আমির মুফতি ইফতেখার তারিক, কলরবের পরিচালক হাফেজ বদরুজ্জামানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
সমাবেশে রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।