জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, রাজনৈতিক দলের নেতারা শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে না থাকলে অনেকাংশে প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা সম্ভব হবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হতে হলে অনার্স পাসের সার্টিফিকেট বাধ্যতামূলক—এই প্রজ্ঞাপনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ। এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কিছুটা হলেও অযোগ্য ও স্বার্থান্বেষী রাজনীতিবিদদের হাত থেকে রক্ষা করা যাবে।”