ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনে শুধুমাত্র ভোটগ্রহণের দিন ৯ সেপ্টেম্বর ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
এর আগে ৭-১০ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনের ক্লাস স্থগিতের সিদ্ধান্ত নিলেও, প্রার্থীদের আপত্তির প্রেক্ষিতে তা পরিবর্তন করা হয়েছে।
বুধবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. জসীম উদ্দিন এ সিদ্ধান্ত জানান।
নতুন সিদ্ধান্তে শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত কমবে এবং নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
তবে বারবার সিদ্ধান্ত পরিবর্তনে কিছু শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।