ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বিএনপির কেউ নন, বরং আওয়ামী লীগের সুবিধাভোগী—এমন মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া।
সোমবার কুমিল্লার কান্দিরপাড়ে আদর্শ সদর উপজেলা বিএনপির সম্মেলনে তিনি বলেন, মামুন ২০১৮ সালের নির্বাচনকে সুষ্ঠু বলেছেন, অথচ বাস্তবে সেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। যারা অতীতে বিএনপির পাশে ছিল না, এখন তারা সুবিধা নিতে দলে ভিড়ছে।
তিনি সতর্ক করে বলেন, আওয়ামী লীগপন্থীরা যেন কোনোভাবেই নতুন কমিটিতে জায়গা না পায়। দলের প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের জায়গা নিশ্চিত করতে হবে।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন বরকত উল্লাহ বুলু, আমিনুর রশিদ ইয়াছিন, মোস্তাক মিয়া, ওয়াসিম, আবু, টিপু ও রাজীব প্রমুখ। সেলিম ভুঁইয়া বলেন, আগামী নির্বাচনে কুমিল্লার ১১টি আসনে জয় ছিনিয়ে নিয়ে বিএনপি সরকার গঠন করবে এবং প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।