ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ। ফলে নির্ধারিত তারিখ ৯ সেপ্টেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো বাধা নেই।
বুধবার (৩ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে হাইকোর্ট ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে চেম্বার আদালত সে আদেশে স্থগিতাদেশ দিয়েছিল।
রিটকারী ছিলেন বামজোট মনোনীত প্রার্থী বি এম ফাহমিদা আলম, যিনি এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ ও বাম সংগঠনসহ ১০টির মতো প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।