জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান বলেছেন, বাংলাদেশে জাতীয় পার্টির রাজনীতি করার নৈতিক অধিকার নেই। বুধবার (৩ সেপ্টেম্বর) কালের কণ্ঠের ‘কালের সংলাপ’ অনুষ্ঠানে তিনি বলেন, জামায়াত আদর্শিক রাজনীতি করে এবং জাতীয় পার্টি বা অন্য কোনো দলকে ভয় পায় না।
তিনি বলেন, জাতীয় পার্টি জনগণের সঙ্গে অপরাধ করেছে এবং ফ্যাসিস্টদের বৈধতা দিয়েছে, তাই তাদের এখানে রাজনীতি করার অধিকার নেই।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসন ও সরকারের ক্ষমতা সঠিকভাবে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন নিজেই যদি গ্যাঞ্জাম সামলাতে না পারে, তাহলে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়।
তিনি আরো বলেন, পুলিশের, র্যাবের ও অন্যান্য বাহিনীর মধ্যে ফ্যাসিস্টদের শক্ত অবস্থান আছে, যারা নিয়ন্ত্রণে না আসলে সুষ্ঠু নির্বাচন হবে না। চাঁদাবাজি, হত্যা ও রাহাজানি বন্ধ করতে সরকার ও প্রশাসনকে সক্ষম হতে হবে।