একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার নেতৃত্ব ঠেকাতে গভীর ষড়যন্ত্র চলছে—এমন অভিযোগ করে দলের এক শীর্ষস্থানীয় নেতা বলেছেন, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না, দেশের নির্বাচন হবেই হবে।
জাতীয় প্রেস ক্লাবে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
আসন্ন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের মধ্যে সংঘর্ষ ও হামলা ঘটানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর ভাষায়, যারা ষড়যন্ত্র করছে, তারা যদি অতিরিক্ত বাড়াবাড়ি করে, তাহলে সামনে তাদের জন্য বিপদ অপেক্ষা করছে।
সভায় তিনি একটি রাজনৈতিক পরিবারের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ এনে বলেন, স্বাধীনতা পরবর্তী সময়েও লুটপাট হয়েছে, তবে পরবর্তী সময়ে তা আরও বেড়েছে বলে দাবি করেন তিনি।
আসন্ন সময়কে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভবিষ্যতে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।