বিএনপি নেতা তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার প্রয়োজনীয় ট্র্যাভেল ডকুমেন্ট সরবরাহে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে ফেরার সিদ্ধান্ত সম্পূর্ণ তারেক রহমানের নিজস্ব। তিনি পাসপোর্টের জন্য আবেদন করেছেন কিনা তা জানা নেই, তবে সহায়তার প্রয়োজন হলে সরকার তা দেবে।
সরকার নিজে থেকে কোনো উদ্যোগ নেবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মনে হয় সেটার প্রয়োজন নেই।’
এছাড়া, শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ভারতের সঙ্গে আর কোনো চিঠি চালাচালি হয়নি বলেও জানান তিনি।