গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, এখন আর কেউ বলেন না যে এই সরকার ৫ বছর থাকুক। এক সময় কেউ কেউ এমনটা চাইলেও এখন কেউ সে দাবি করছে না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে সবকিছু নিয়ন্ত্রণ সম্ভব নয়, কারণ এর পেছনে কোনো রাজনৈতিক দল নেই—সবাই মিলে সহযোগিতা করছে।
সম্প্রতি এক টিভি আলোচনায় তিনি বলেন, এই সরকার দীর্ঘমেয়াদি হোক—এমনটা যারা চাইছে, তারা মূলত সুবিধাভোগী।
সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে গণ অধিকার পরিষদসহ সাতটি দলের বৈঠকের প্রসঙ্গে তিনি জানান, উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ বিভ্রান্ত, আর এই বিভ্রান্তির দায় রাজনৈতিক দলগুলোর। কেউ বলছে নির্বাচন হতে দেবে না, আবার কেউ দিচ্ছে নতুন পদ্ধতির প্রস্তাব।
জাতীয় পার্টিকে বিরোধী দলে বসানোর প্রসঙ্গে রাশেদ খান বলেন, এবার আগের মতো জাপাকে বিরোধী দলে বসানো সহজ হবে না। একইসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দল মিলে দেশে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করেছে, এদের বিচার হওয়া উচিত।