জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "শেখ হাসিনা জান নিয়ে পালাতে পারলেও, আপনারা তা পারবেন না।"
রোববার (২৪ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
সারজিস লিখেছেন, "জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারা বাধা দেবে, তাদের মুখোশ উন্মোচন করা হবে। উপদেষ্টা হোক বা রাজনীতিবিদ—কারও ছাড় নেই।"
তিনি আরও বলেন, "সাধু সাবধান। কে কী করছেন বা করার পরিকল্পনা করছেন, কিছুই গোপন থাকবে না। জনগণ অতটা ভালো নয়।"
সারজিস আলমের এই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে।