চট্টগ্রামের মীরসরাইয়ে আধিপত্য বিস্তার ও কলেজ কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে মীরসরাই থানার পাশে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান আনোয়ার, কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আবদুল আল নোমান, দুর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী শেখ শাহরিয়ার এবং পৌরসভা ছাত্রদলের কর্মী ইমরান হাসান। তাদের মধ্যে ইমরান আনোয়ারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মীরসরাই থানার ওসি আতিকুর রহমান জানান, বর্তমান ও সাবেক নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।
জানা যায়, সকালে শিবিরের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচি পালন শেষে শুভেচ্ছা শোভাযাত্রা করে কলেজ ছাত্রদল। রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষের হামলায় এই সংঘর্ষ হয়।