গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আগামীকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শাহবাগে সর্বদলীয় সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার রাতে গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ আগস্ট আল-রাজি কমপ্লেক্সের সামনে সংবাদ সম্মেলনের সময় নুরের ওপর হামলা ও দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এতে শতাধিক নেতাকর্মী আহত হন। সরকার আশ্বাস দিলেও হামলাকারীদের বিরুদ্ধে এখনও কার্যকর পদক্ষেপ নেয়নি।
গণ অধিকার পরিষদের দাবি, এ হামলার পেছনে আওয়ামী লীগের মদদপুষ্ট বাহিনী ও জাতীয় পার্টির ষড়যন্ত্র রয়েছে। সমাবেশে সব গণতন্ত্রকামী নাগরিককে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।