Skip to Content

জামায়াতকে জনগণের কাছে ক্ষমা চাইতে বললেন ফারুক

September 5, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan
একাত্তরের মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার জন্য জামায়াতে ইসলামীর প্রতি জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্বাধীনতা ঘোষক পরিষদের এক আলোচনা সভায় তিনি বলেন, “দয়া করে ধীরে ধীরে রাজনৈতিক কৌশল পরিবর্তন করুন, জনগণের কাছে ক্ষমা চান। অতীতে ভুল থাকলে সেটাও স্বীকার করুন।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনার আমলেই নয়, শেখ মুজিবের আমলেও নির্বাচন সুষ্ঠু হয়নি। দিল্লির ইশারায় কেউ যদি আবার আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নির্বাচন বানচালের চেষ্টা করে, তবে জনগণ তা প্রতিহত করবে।”

নির্বাচন ভণ্ডুল করতে ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি।

শহীদ জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা ব্যর্থ হয়েছে উল্লেখ করে ফারুক বলেন, “পাথর মেরে ছবি ভাঙা যায়, কিন্তু মানুষের হৃদয় থেকে শহীদ জিয়ার নাম মুছে ফেলা যায় না।”

তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান জানিয়ে তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচন হলে তারেক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।”

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন তাঁতী দলের কেন্দ্রীয় নেতা কাজী মনিরুজ্জামান মনির, মো. ইসমাইল হোসেনসহ অনেকে।re...

Editorialnews24 September 5, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages