বিদেশে চিকিৎসা নিতে যাওয়া রাজনীতিকদের সমালোচনা করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণকে রেখে বিদেশে চিকিৎসা নেওয়ার পক্ষে তিনি নন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর কাফরুলে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে তিনি বলেন, “আপনি যদি সোনার বাংলা গড়তে চান, তাহলে জনগণের সঙ্গে থেকে দেশের চিকিৎসা ব্যবস্থার ওপরই ভরসা রাখতে হবে।”
তিনি জানান, নিজেও অসুস্থ থাকার পর দেশে থেকেই চিকিৎসা নিয়েছেন, যা বিদেশমুখী রাজনীতিকদের প্রতি একটি প্রতিবাদ।
জামায়াত আমির আরও বলেন, মানবিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি জানান, ভবিষ্যতে জামায়াত থেকে যারা সংসদ সদস্য হবেন, তারা সরকারি প্লট বা করমুক্ত গাড়ির সুবিধা গ্রহণ করবেন না এবং সুবিধাবঞ্চিতদের অগ্রাধিকার দেবেন।