বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমান সরকারের ভেতরেই আরেক ধরনের সরকার কাজ করছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর পল্টনে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের শপথ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, নির্বাচন কমিশন ও সরকারের আন্তরিকতা থাকলেও নির্বাচনের প্রস্তুতি যথেষ্ট নয়।
গয়েশ্বর আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের অব্যবস্থাপনা একদিনে কাটবে না, তবে বিএনপি ক্ষমতায় গেলে সংসদের প্রথম দিন থেকেই রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করবে।
তিনি মনে করেন, যতদিন নির্বাচন না হয়, ততদিনই শঙ্কা থাকবে। সব সংস্কার সম্ভব, তবে তা সংসদের মাধ্যমেই করতে হবে।