জুলাইয়ের গণ-অভ্যুত্থান সংক্রান্ত এক বক্তব্যকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও আইনজীবী ফজলুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দেশ-বিদেশ থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং সম্প্রতি একটি দলবদ্ধ মব তার বাসভবন পর্যন্ত পৌঁছে গেছে।
সোমবার (২৫ আগস্ট) হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “যদি কেউ মনে করে আমি দেশের বা কারও বিরুদ্ধে কথা বলেছি, তাহলে আইনের পথে মামলা করুন। কিন্তু আমাকে হত্যার হুমকি দেওয়া বা বাসায় মব পাঠানো গ্রহণযোগ্য নয়।”
তিনি জানান, ঢাকার সেগুনবাগিচার ভাড়া বাসার সামনে তখনও ১০-১২ জন বিক্ষোভ করছিলেন। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ফজলুর রহমান আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমার এবং পরিবারের সদস্যদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করুন।”
ঘটনার খবর পেয়ে সেনা ও পুলিশ সদস্যরা তার বাসার সামনে গিয়ে অবস্থান নেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “ফজলুর রহমানের বক্তব্যের ব্যাখ্যা চেয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি কী জবাব দেন, সেটি দেখে দল সিদ্ধান্ত নেবে। তবে, তার বাসার সামনে মব জড়ো হওয়ার মতো ঘটনা অনাকাঙ্ক্ষিত।”