চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাইফুদ্দীন সালাম মিঠু বলেছেন, দেশ ও জনগণের নিরাপত্তা বিএনপির হাতেই নিশ্চিত। এই দল কখনো অন্যায়ের কাছে মাথানত করেনি বা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি।
শুক্রবার পটিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করে বলেন, ইউনুস সরকারের অধীনে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিদেশ ও দেশের ষড়যন্ত্রকারীদের সঙ্গে মিলিত হয়ে গণতন্ত্র ধ্বংসে লিপ্ত।
মিঠু বলেন, বিএনপি বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না। জিয়া পরিবার সবসময় জনগণের পাশে ছিল, বিপদে বিচ্ছিন্ন হয়নি। কিন্তু আওয়ামী লীগ, জামায়াত ও জাতীয় পার্টি জনগণকে বারবার ধোঁকা দিয়েছে।
র্যালি ও সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা অংশ নেন। সমাবেশের আগে একটি বর্ণাঢ্য র্যালি ইদ্রপুল বাইপাস মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা ঘুরে আসে।