বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমানই জুলাই-আগস্টের আন্দোলনের ভিত্তি তৈরি করে শেখ হাসিনার মতো "রক্তচোষা বাদুরকে" দেশ থেকে বিতাড়িত করার পথ দেখিয়েছেন। তিনি এ আন্দোলনের মূল নায়ক ও আর্কিটেক।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব বলেন।
রিজভী আরও বলেন, ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেলে থাকা প্রার্থীদের অনেকেই আগে ছাত্রলীগ করতেন। তারা গণতান্ত্রিক আন্দোলনে হামলা চালিয়েছে, অথচ এখন ছাত্রশিবিরের ছদ্মবেশে সাধারণ ছাত্রদের বিভ্রান্ত করছে।
তিনি বলেন, রাজনৈতিক মতভিন্নতার কারণে কাউকে রাজাকার বললে এবং সেটি নিয়ে সাইবার বুলিং চালানো হলে, সেটি গণতন্ত্র ও শিক্ষাঙ্গনের চেতনার পরিপন্থী।
সভায় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য দেন।