ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা ও ভাঙচুর চালিয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিছিল থেকে হামলা চালিয়ে এক পর্যায়ে তারা কার্যালয়ে আগুনও ধরিয়ে দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এতে জনতা আরও উত্তেজিত হয়ে ওঠে। পরে পুলিশ ধীরে ধীরে বিক্ষুব্ধদের সরিয়ে দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়।
এর আগে, নুরুল হক নুরের ওপর পুলিশের হামলার প্রতিবাদে শাহবাগে সমাবেশ করে গণ অধিকার পরিষদ, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দফা দাবি জানানো হয়।