চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ২০২৬ সালের নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে আবারও ক্ষমতায় আনবে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের নাসিমন ভবনে আয়োজিত শ্রমিক দল যুব কমিটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শাহাদাত বলেন, শহীদ জিয়ার মৃত্যুর পর খালেদা জিয়া রাজনীতিতে এসে গণতন্ত্র রক্ষায় লড়াই করেছেন। আর বর্তমানে তারেক রহমান প্রবাসে থেকেও দলকে সংগঠিত রাখছেন।
সভায় আরও বক্তব্য দেন বিভাগীয় শ্রমিক দলের নেতা কাজী শেখ নুরুল্লাহ বাহার, মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলাম, এবং শ্রমিক দলের নেতৃবৃন্দ।