আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আমিনুল হক।
সোমবার (২৫ আগস্ট) রাজধানীর পল্লবীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক যৌথ সভায় তিনি বলেন, “কেউ নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে, আবার কেউ বিদেশি সহায়তায় নির্বাচন পেছাতে চাচ্ছে। কিন্তু দেশের জনগণ নির্বাচন ছাড়া অন্য কিছু মেনে নেবে না।”
তিনি বলেন, জনগণ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে। সেই ভোটেই নির্ধারিত হবে কে ক্ষমতায় আসবে।
নতুন রাজনৈতিক দল ও পিআর পদ্ধতি নিয়ে আমিনুল বলেন, “কিছু ইসলামপন্থি দল প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির মাধ্যমে অল্প ভোটে সংসদে আসন পেতে চায়। কিন্তু জনগণ এখনো এ বিষয়ে সচেতন নয়। আমরা এই পদ্ধতি মানি না এবং জনগণকেও সতর্ক থাকতে হবে।”