ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে একটি নির্দিষ্ট প্যানেলকে ভোট দেওয়ার জন্য শিক্ষার্থীদের ওপর চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে।
শনিবার (৬ সেপ্টেম্বর) ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের এক হলের প্রার্থী অভিযোগ করে লেখেন, সকালে এক স্থানীয় নেতা তাকে ফোন দিয়ে নির্দিষ্ট প্যানেলকে ভোট দিতে বলেন এবং উপজেলার ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে সেদিকেই ভোট দিতে চাপ প্রয়োগের কথা জানান।
তিনি লেখেন, “ভোট দেওয়া শিক্ষার্থীদের ব্যক্তিগত সিদ্ধান্ত। অনুরোধ করা যেতে পারে, কিন্তু চাপ দেওয়া অনুচিত ও অযৌক্তিক।”
এ প্রসঙ্গে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেন, “এ ধরনের ফোনকল বিব্রতকর। নাম-নম্বর দিন, আমি খোঁজ নেব। এ ধরনের ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে আমি সবার মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করছি।”